কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ৷ দিকে দিকে চলছে আন্দোলন৷ সাধারণ মানুষ তো বটেই অভিযুক্তের চরম শাস্তির দাবি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আরজর করের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আপাতত আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্ত তিনিই।
ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। যত বড়ই অপরাধী হোক না কেন, নিয়ম অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিও তাঁর পক্ষে সওয়াল করার জন্য আইনজীবী পেতে পারেন। এক মহিলার পাশবিক ভাবে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত সঞ্জয়কে বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলেন এক মহিলাই। নাম কবিতা সরকার। অভিযুক্তের জামিন চেয়ে আদালতে আবেদনও জানালেন তিনি৷
নির্যাতিতার সুবিচার চেয়ে যখন পথে নেমেছেন মেয়েরা,তখন অভিযুক্তর হয়ে লড়ছেন কবিতা৷ তাঁর কথায়, ‘‘এটা আমার কাছে শুধুই একটা কাজ। লিগাল এইডের আইনজীবী হিসাবে আইন মেনে নিজের কর্তব্য পালন করছি এবং করব।’’ কিন্তু, লিগাল এইডের সদস্য না হলেও কি অভিযুক্তের হয়ে লড়তেন? সংবাদমাধ্যমের তরফে যখন প্রশ্ন করা হয়, তখন কবিতা বলেন, ‘‘না। লড়তাম না।’’