কলকাতা: ট্রেনের মহিলা বগিতে এবার থেকে আর উঠতে পারবেন না পুরুষ জওয়ানেরা৷ কলকাতা হাই কোর্টের নির্দেশের পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল মহিলা কামরা। অভিযোগ, রাতে ডিউটি সেরে ফাঁকায় ফাঁকায় ফেরার জন্য মহিলা কামরায় চড়েন আরপিএফ, জিআরপি কর্মীদের একাংশ৷ সেই কর্মীদের বিরুদ্ধেই এবার ব্যবস্থা নেবে আরপিএফ।
এ প্রসঙ্গে শিয়ালদহের আরপিএফের সিনিয়র কমান্ডান্ট মনোজকুমার সিং বলেন, বিভাগীয় কর্মীদের নোটিস দেওয়া হয়েছে৷ জিআরপিকেও এই বিষয়ে নোটিস পাঠানো হবে। নোটিসে কর্মীদের স্পষ্ট ভাবে জানানো হবে, ডিউটি ছাড়া কেউ যেন মহিলা বগিতে না চড়েন। তবে এখনও পর্যন্ত হাই কোর্টে নির্দেশ আরপিএফ হাতে পায়নি বলেও জানান তিনি।