সমস্ত পদের অবলুপ্তি! তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক, মমতা ছাড়া ১৯ জন

সমস্ত পদের অবলুপ্তি! তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক, মমতা ছাড়া ১৯ জন

কলকাতা: মমতার ডাকে শনিবার কালীঘাটে জরুরি বৈঠকে বসেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হওয়ার পর আপাতত কাজ চালানোর জন্য কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন৷ আজ তাঁদের নিয়েই বৈঠক ডেকেছিলেন তিনি৷ আজকের বৈঠকে জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়৷ তাতে দলনেত্রী ছাড়াও ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে পদাধিকারীদের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। 

পার্থ বলেন,  জাতীয় কর্মসমিতির ঘোষণা হয়েছে৷ শীঘ্রই পদাধিকারীদের তালিকা মনোনীত করবেন দলনেত্রী৷ এর পরেই তা সর্বভারতীয় নির্বাচন কমিশনে জানিয়ে দেওয়া হবে৷ তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (সভানেত্রী), অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিনহা, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক ও শোভনদেব চট্টোপাধ্যায়৷

তৃণমূলের মহাসচিব আরও জানান, পদাধিকারীদের নাম চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম চূড়ান্ত হওয়ার পর সেই তালিকাও জানিয়ে দেওয়া হবে৷ নিয়ম মেনে ভারতের নির্বাচন কমিশনকে এই কর্মসমিতি ঘোষণার কথা জানানো হবে৷ সেই সঙ্গে পদাধিকারীদের নামও চূড়ান্ত হওয়ার পর জানিয়ে দেওয়া হবে৷ নতুন কর্ম সমিতি ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত পুরনো পদের অবলুপ্তি ঘটানো হয়েছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পদকের যে পদে ছিলেন, সেই পদেরও অবলুপ্তি ঘটানো হয়েছে৷ পরবর্তীসময়ে পদাধীকারীদের নাম ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো৷ অর্থাৎ দলের রাশ এখন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে৷

পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, আজ চারটি পুরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন৷ দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট চারটি পুরসভার নাগরিকদের ধন্যবাদও জানান তিনি৷ সেই সঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৭টি পুরসভা কেন্দ্রে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জিও জানান তৃণমূলের মহাসচিব৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =