এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি! কাকে নিয়ে বললেন মমতা

এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি! কাকে নিয়ে বললেন মমতা

কলকাতা: গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু এই গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই মুখ খুলেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির কয়েকদিন পরই অনুব্রতর পাশে দাঁড়ান তিনি। সোমবার তৃণমূলের ছাত্র পরিষদের মহাসমাবেশে বক্তব্য রাখার সময় আবারও তাঁকে ‘সমর্থন’ করলেন মমতা। এমনকি এতদিন পর আবার তাঁর মুখে উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের কথাও।

আরও পড়ুন- দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল

অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে মমতা এদিন বলেন, ইডি, সিবিআই রেড চলছে তৃণমূলের মনোবল ভেঙে দিতে। তৃণমূলের সবাইকে চোর বলা হচ্ছে আর বিজেপি সাধু পুরুষ। মমতার কথায়, ”কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি৷” এর আগেও তাঁর পাশে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, অনুব্রত গত দু’বছর যে কষ্ট পেয়েছে তা তিনি জানেন। ওর বউ ক্যানসারে মারা গিয়েছে। প্রতিদিন কলকাতা আর বোলপুর করতেন অনুব্রত, জানান মমতা। আজ আবারও অনুব্রতর প্রতি তাঁর সেই ‘সমর্থন’ ফিরে এসেছে। এছাড়াও পার্থর নামও নেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। এও জানান, তাঁর নামেও নাকি মামলা করা হয়েছে সম্পত্তি ইস্যুতে। সেই প্রেক্ষিতে মমতা বলেন, ১২ বছর ধরে ১ লক্ষ টাকা করে পেনশন পেতেন সাংসদ হিসেবে, তা তিনি নেননি। বাকি সব প্রমাণ তো দেওয়াই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *