জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ রাস্তা, বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের একহাত মমতার

জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ রাস্তা, বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের একহাত মমতার

বাঁকুড়া: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকেও ফের একবার বঞ্চনার ইস্যু তুলে কেন্দ্রকে একহাত নিলেন তিনি। এছাড়া একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জুলি-রোমিওদের হাত ধরে কলকাতার সঙ্গে জুড়ে গেল তুরস্ক

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য থেকে কর তুলে নিয়ে গিয়ে টাকা দেয় না কেন্দ্র। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ সহ আরও একাধিক প্রকল্পের টাকা পাওয়া বাকি আছে বলেই দাবি করেন মমতা। তাঁর মন্তব্য, বাংলার মানুষ ভিক্ষা চায় না, নিজেদের অধিকার চায়। যা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তিনি জেলার মানুষের উদ্দেশ্যে এও বলেন, বিজেপি বাঁকুড়ার জন্য কিছুই করেনি। শুধু ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জেলায়। তবে কেন্দ্রকে কটাক্ষ করার পাশাপাশি এদিন গুরুত্বপূর্ণ কিছু ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।