বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নিয়ে উত্তেজনা ছড়িয়ে ছিটিয়ে আছে বোলপুর, শান্তিনিকেতন জুড়ে। প্রথম থেকেই এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করা, বাড়ির নথি খতিয়ে দেখা, সবই করেছেন তিনি। এবার যেন উচ্ছেদ ইস্যুতে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা। শুক্রবার মালদহ থেকে ট্রেনে ফেরার পথে বোলপুর স্টেশনে বড় মন্তব্য করেন তিনি।
নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’ নিয়ে সরকারের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। এদিকে আজ সকাল থেকে ধর্না-অবস্থানে বসেছে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। হয়েছে মিছিল, পদযাত্রাও। এদিকে এদিনই মালদহ থেকে ট্রেনে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন। আজ দুপুরে অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়ায় বোলপুর স্টেশনে। তখন ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী, এছাড়া কিছু সাংবাদিকও ছিলেন সেখানে। সাংবাদিকদের মধ্যেই কেউ অমর্ত্য সেনের বাড়ির প্রসঙ্গ টেনে তাঁকে কিছু প্রশ্ন করেন। তখনই মমতা বলেন, কোনও ভাবেই বিশ্বভারতীর এই পদক্ষেপ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ”অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে… আমাকে তো চেনে না। আমি যা দেব না…।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”আরও কতজন জড়িত এই দুর্নীতি কাণ্ডে? How many more involved in recruitment scam?” width=”853″>
সম্প্রতি এই বিষয়টি নিয়ে আরও বেশি তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাকর্মীদের নোবেলজয়ীর পাশে দাঁড়াতে একাধিক পরামর্শ দিয়েছেন। আবার আগামী ৬ এবং ৭ মে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশও এসেছে তাঁর থেকে। বহু বাউল শিল্পী, বিশিষ্টজনেরাও শান্তিপূর্ণ অবস্থানে বসার কর্মসূচি নিয়েছেন আলাদা করে।