কলকাতা: বেশ কিছু দফতরে নিয়োগের জন্য তিনি নিজে ছাড়পত্র দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অনেক দফতরেই শূন্যপদ রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেইসব জায়গায় কোনও নিয়োগ হয়নি। কেন এই বিষয়ে দেরি করা হচ্ছে, তা জানতে চান তিনি। তবে কোন কোন দফতরে শূন্যপদ আছে বা কোন পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছেন তিনি, তা পরিষ্কারভাবে জানা যায়নি এখনও পর্যন্ত।
বর্তমানে নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে বিরাট শোরগোল রাজ্যে। শুরু থেকেই এই ইস্যুতে অস্বস্তিতে আছে শাসক দল। কারণ একাধিক নেতা, বিধায়কদের নাম জড়িয়ে আছে এই মামলায়। এমনকি একাধিক গ্রেফতারিও হয়েছে। তাই এর মধ্যে নিয়োগ ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য আরও চাপ বাড়িয়েছে সরকারের আধিকারিকদের। সূত্রের খবর, তাঁর ছাড়পত্র সত্ত্বেও কিছু দফতরে এখনও নিয়োগ হয়নি। সরকারি আধিকারিকদের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারিতে আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ আরও অনেকেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অভিজিত থেকে শিবজ্ঞানম, পালা বদল! Centre appoints TS Sivagnanam as new Chief Justice of Calcutta HC” width=”789″>
এদিকে আজ আবার তৃণমূল সরকারের তৃতীয়বার সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন। আজ এক ভিডিও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একদিকে যেমন বিরোধীদের ঐক্যবদ্ধ হতে ডাক দেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। আর এই প্রেক্ষিতেই তাঁর দুঃখ প্রকাশ করেন। বলেন, দুঃখ কেবল একটাই। কেন্দ্রীয় সরকার থেকে তারা এখনও কোনও সহানুভূতি পেলেন না।