কলকাতা: মোদির আক্রমণের পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী প্রচারে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় প্রথমে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার সভা করেন মোদী। যেখান থেকে ‘চোর ধরো, জেল ভরো’ ধ্বনিও শোনা গিয়েছে তাঁর মুখে। এর পর দুপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে আমডাঙায় সভা করেন মমতা। সেখান থেকেই মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, তাঁকে ‘চোর’ বলতে বিজেপি-কে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপাতে হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। বিজ্ঞাপন ছাপানোর টাকা থাকলেও বাংলার প্রাপ্য বকেয়া মেটানোর কোনও গরজ কেন্দ্রের নেই বলে দাবি করেন তিনি।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর স্পষ্ট কথা, “যত ইচ্ছে বলে যান, আমার গায়ে ফোস্কা পড়বে না। আপনারা যে ভয় পেয়েছেন, এটা তারই প্রমাণ।” কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, “টাকা খরচ করে আমার বিরুদ্ধে এসব বলতে হচ্ছে। ১০০ দিনের কাজ, আবাস, সড়ক, ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা পাঁচ বার এক নম্বর হয়েছে। গত ১২ বছরে বাংলায় যা কাজ হয়েছে, আর কোথাও হয়নি। আজ আপনি চোর বলছেন। তাহলে আপনার দেওয়া সার্টিফিকেটগুলি দেখাই! লজ্জা করে না! হিংসুটে, কুচুটে। কুৎসা, অপপ্রচার, মিথ্যে বলে প্রচার চলছে।” এমনকি এদিন মোদির আমলে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন মমতা।