কলকাতা: সংশোধনী বিল পেশ ঘিরে সোমবার বসেছিল বিধানসভা অধিবেশন। অধিবেশনের প্রথমার্ধ ছিল প্রশ্নোত্তর পর্ব, কিন্তু সেই পর্যায়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিজেপি বিধায়কদের প্রতিবাদ ও হট্টগোল। এর জেরে অধিবেশন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
“১০০ দিনের টাকা আটকে বাংলা থেকে অন্য রাজ্যে,” মুখ্যমন্ত্রীর অভিযোগ
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। বাংলার বকেয়া ও পাওনা টাকা অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে।” তিনি জানান, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করেছে, তবু টাকা ছাড়ে টালবাহানা চলছে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য চলাকালীন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ প্রমুখ হঠাৎই উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। শুরু হয় হৈচৈ ও প্রতিবাদ। পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও আক্রমণাত্মক হয়ে ওঠেন।
“আগে কাউন্সিলর নির্বাচন জিতে আসুন” বিজেপিকে কটাক্ষ মমতার Mamata Banerjee BJP protest
বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আগে কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন। আমাকে তো জোর করে হারানো হয়েছে, তবু আমি জিতে দাঁড়িয়ে আছি।” অসম ও অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের হেনস্থা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলাদেশি বলে নিরীহ মানুষদের বিতাড়িত করা হচ্ছে।”
এই মন্তব্যের জবাবে বিধানসভা কক্ষে ‘শেম-শেম’ বলে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা।
“হাওয়াই চটির দোকান খুলুন, ব্যবসা ভালো হবে”-বিজেপিকে কটাক্ষ
বক্তব্যের একপর্যায়ে মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপি রাজ্য সভাপতির (সুকান্ত মজুমদার) দিকে ইঙ্গিত করে বলেন, “ওদের হাফ মিনিস্টার পাড়ায় জুতো ছোড়েন এক পাঞ্জাবি অফিসারকে। আমার বাড়িতে আপনি ঢোকার চেষ্টা করলে, আমরাও আপনার বাড়ি যেতে পারি। আপনারা তো ডাকাতদের গদ্দার। দেশকে বিক্রি করে দিয়েছেন। মানুষের নিরাপত্তা নেই। গুজরাতে যেদিন হল, আমরা কিছু বলিনি। কারণ ওটা রাজনৈতিক সৌজন্য। এত হাওয়াই চটি ভালো বাসলে, হাওয়াই চটির দোকান করুন। ভালো ব্যবসা হবে।”
তিনি আরও বলেন, “আমি এক পয়সা বেতন নিই না, সার্কিট হাউজে থাকা ও খাওয়ার খরচ দিই নিজেই। আমার ফাইল খতিয়ে দেখে কিছু পায়নি কেন্দ্র। ২০২৬-এ আপনারা (বিজেপি) শূন্য হয়ে যাবেন।”
শিক্ষা ইস্যুতে বিজেপির স্লোগান, স্পিকারের ‘জুডিশিয়াল’ যুক্তি
এদিন বিধানসভায় শিক্ষা নিয়ে আলোচনা চায় বিজেপি। যদিও স্পিকার জানান, বিষয়টি বিচারাধীন হওয়ায় তা নিয়ে আলোচনা সম্ভব নয়। তাতে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন-“শিক্ষা ধ্বংসকারী সরকার।” বিরোধীদের দাবি, রাজ্যে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে এবং তা আড়াল করতেই সরকার আলোচনা এড়াচ্ছে।
Bengal: Amid the introduction of amendment bills, West Bengal Assembly saw a stormy session as CM Mamata Banerjee accused the Centre of withholding 100-day scheme funds, triggering fierce protests from BJP MLAs and turning the House into a political battleground.