ভোটের দিন ঘোষণা হতেই উত্তরবঙ্গে প্রাশাসনিক বৈঠক বাতিল করলেন মমতা

ভোটের দিন ঘোষণা হতেই উত্তরবঙ্গে প্রাশাসনিক বৈঠক বাতিল করলেন মমতা

কলকাতা:  জল্পনার অবসান ঘটিয়ে বকেয়া ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ ভবানীপুরে উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর৷ এই কেন্দ্র থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের দিন ঘোষণা হতেই বাতিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর৷ কমিশন জানিয়েছে, ভোটের জন্য মনোনয়ন পেশের  শেষ দিন ১৩ সেপ্টেম্বর৷ এদিকে, আগামীকালই উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সেখানে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার কথা ছিল বৃহস্পতিবার৷ সেই সফর বাতিল করলেন মমতা৷ 

আরও পড়ুন- প্রকাশিত উপনির্বাচনের নির্ঘণ্ট, কিন্তু কোন শর্তে ভোট? জানাল কমিশন

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যের কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে৷ রাজ্যের বন্যা পরিস্থিতিও এই ভোট কেন্দ্রগুলির উপর প্রভাব ফেলেনি৷ ফলে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজ্য৷ রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে দিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সংকট৷ সংবিধানের ১৬৪ (৪) ধারা দেখিয়েই এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব৷ সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই রাজ্যের অনুরোধে ভোটের এই সিদ্ধান্ত৷ নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ভবানীপুর থেকেই ভোটে লড়াই ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এদিন লিখিত বিবৃতি জারি করে সে কথা জানায় নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- শুধু ভবানীপুরের দিন ঘোষণা! কমিশনের সিদ্ধান্তে ‘সন্দেহ’ দিলীপের

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। ওই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর হবে ভোট গননা। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাংলায় ৩টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।  ১৪ সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =