স্বাধীনতা দিবসের আগে পাল্টে গেল মমতার প্রোফাইল পিকচার, তিরঙ্গার সঙ্গে দিলেন ৩০ বিপ্লবীর ছবি

স্বাধীনতা দিবসের আগে পাল্টে গেল মমতার প্রোফাইল পিকচার, তিরঙ্গার সঙ্গে দিলেন ৩০ বিপ্লবীর ছবি

কলকাতা: স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’৷ কেন্দ্রের তরফে বেশ কিছু কর্মসূচি বেঁধে দেওয়া হয়েছে৷ সকল নাগরিককে তাঁদের প্রোফাইল ছবি পাল্টে তিরঙ্গা করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু তিনি তো ভিন্ন পথের পথিক৷ তাই নিজের মতো করে স্বাধীনতা দিবস উলপক্ষে প্রোফাইল পিকচার পাল্টে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাধীনতা দিবসের আবহে তেরঙ্গার পাশাপাশি ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি দিয়ে সাজালেন নিজের প্রোফাইল৷  তাঁর পাশাপাশি একই ভাবে বদলে গেল তৃণমূলের প্রোফাইল ছবিও৷ 

আরও পড়ুন- স্ত্রীর চিকিৎসার বিপুল খরচ এল কী ভাবে? অনুব্রতর বেনামী সম্পত্তির খোঁজে নাজেহাল CBI

স্বাধীনতা আন্দোলনে যাঁরা অন্যতম পথিকৃৎ, যাঁদের আত্মবলিদানের কথা সর্বজনবিদিত, তেমন ৩০ জনের ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রোফাইল সাজানো হয়েছে। সেইসঙ্গে রয়েছে তিরঙ্গার ছোঁয়া। তবে ছবির চেয়েও তাঁর প্রোফাইলের লেখা নজর কেড়েছে৷ দেশ সম্পর্কে নিজের ধারণা কয়েক লাইনে ব্যক্ত করে তিনি জানতে চেয়েছেন আমজনতার ধারণা। #MyIdeaForIndiaAt75 – এই হ্যাশট্যাগ তৈরি করে নাগরিকদের কাছে দেশ সম্পর্কে মতামত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সুকৌশলে বিঁধেছেন কেন্দ্রকে। 

প্রোফাইল ছবি পাল্টে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ তিনিও দেশ সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। সেই সঙ্গে আবেদন জানিয়েছেন আমজনতার কাছে।