মমতার ধর্না মঞ্চে গান ছাত্র-ছাত্রীদের, মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আমরা কোরাসে, অরূপ তবলায়’

মমতার ধর্না মঞ্চে গান ছাত্র-ছাত্রীদের, মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আমরা কোরাসে, অরূপ তবলায়’

 কলকাতা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ধর্নার দ্বিতীয় দিন৷ সকাল ঠিক ৯ টায় মঞ্চে হাজির হন তিনি৷ রাতে মঞ্চের পর্দা টেনে দেওয়া হয়েছিল। অনেকেই সেখানে ছিলেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, মহিলা সদস্যরা মঞ্চের উপর এবং পুরুষরা মঞ্চের নীচে থাকবেন। পরে অবশ্য রাতে মঞ্চ থেকে  নেমে  দলের নেতা এবং সদস্যদের সঙ্গে গানও গাইতে দেখা যায় তাঁকে।

সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে এসে পৌঁছন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই সময় মঞ্চে রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ইন্দ্রনীল সেন— ‘‘হাতখানি ওই বাড়িয়ে আনো…।’’ তাঁর সঙ্গে সুর মেলান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজ সকাল থেকেই মমতার ধর্না মঞ্চে গান গাইছিলেন ছাত্র-ছাত্রীরা। তাদের গান মাঝখানে থামিয়ে প্রাতঃরাশ করতে পাঠান মুখ্যমন্ত্রী৷ তার পর তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। মমতা বলেন, ‘‘এঁরা সবাই যাদবপুর, প্রেসিডেন্সির ছাত্রছাত্রী। এঁরা বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেনের নেতৃত্বে গান শোনাচ্ছেন। আর আমরা কোরাসে সাহায্য করছি।’’ সেই সময় একটু দূরেই গানের সঙ্গে পায়ে তাল দিতে দেখেন অরূপকে। মমতা সেদিকে তাকিয়ে বল উঠলেন, ‘‘আর অরূপ তবলা বাজিয়ে সাহায্য করছে।’’

মমতার মঞ্চে উপস্থিত রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, মনোজ তিওয়ারি। সকাল থেকেই তৃণমূলের মহিলা মন্ত্রী-বিধায়ক এবং নেত্রীরাও উপস্থিত রয়ছেন মমতার ধর্না মঞ্চে। দু’পাশে বসে থাকতে দেখা গেল দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন বিরবাহা হাঁসদা, জুন মালিয়া, দোলা সেন, যুবনেত্রী সায়নী ঘোষ। সকাল থেকেই হাজির বিভিন্ন পুরসভার মহিলা কাউন্সিলররাও। 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন