‘ববি আজও কেন পুরনো ড্রেনেজ?, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে ফিরহাদ

কলকাতা: পুরসভার কাজ নিয়ে বেশ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকাশ্যে তার বহিঃপ্রকাশও করেছেন৷ সোমবার বিভিন্ন দফতরকে নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে…

mamata firhad1

কলকাতা: পুরসভার কাজ নিয়ে বেশ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকাশ্যে তার বহিঃপ্রকাশও করেছেন৷ সোমবার বিভিন্ন দফতরকে নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। মূলত হাওড়ার জলনিকাশি ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণের মুখে পড়েন তিনি৷

এদিন মমতা বলেন, ইউডিএম-এর চেয়ারম্যানকে বলব হাওড়ার জলনিকাশির অবস্থা কী? অনেকদিন আগেই টাকা দেওয়া হয়েছে। এরপরই সরাসরি ফিরহাদকে প্রশ্ন তাঁর- “ববি আজও কেন পুরনো ড্রেনেজ? কী পর্যায়ে আছে আমি জানি না।”

মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে পুরপ্রধান বলেন, “হাওড়ায় একটা মাস্টার প্ল্যান করার পরিকল্পনা ছিল। কেন্দ্রের কাছে তা পাঠানোও হয়েছে৷ এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ তিন বছর ধরে পড়ে আছে। তবে এখানে যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে, ড্রেজিং করে পরিষ্কার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *