‘ডাক্তারদের কোনও হুমকি দিইনি’, ছাত্র সমাবেশে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মমতার

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে জনসমাবেশের আয়োজন করা হয়েছিল৷ সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের হুমকি…

mamata tmcp

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে জনসমাবেশের আয়োজন করা হয়েছিল৷ সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ৷ সেই অভিযোগেরই এবার ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী৷  বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বললেন, তাঁর বক্তৃতার ‘অপব্যাখ্যা’ করা হচ্ছে৷ এর জন্য সংবাদমাধ্যমের একাংশকেও বিঁধলেন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আমি কিছু সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম (টিভি চ্যানেল) এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিভ্রান্তিমূলক প্রচার চলছে। গত কাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তব্য রেখেছিলাম, তা নিয়েই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে।’’

এর পরেই তিনি লিখেছেন, ‘‘আমি অত্যন্ত স্পষ্ট ভাবে বলতে চাই যে, পড়ুয়াদের (ডাক্তারি) বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে পূর্ণরূপে সমর্থন করি। তাঁদের এই আন্দোলন ন্যায্য। আমি কখনই তাঁদের কোনও রকম হুমকি দিইনি। কিন্তু কিছু মানুষ আমার দিকে আঙুল তুলছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’

 

প্রসঙ্গত গতকাল তিনি বলেছিলেন, “আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। আমরা যদি এফআইআর করি তাহলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। চিকিৎসকদের দাবি, তাঁদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। তাঁদের ‘ভয় দেখিয়ে লাভ নেই’ বলেও পাল্টা মন্তব্য করেন। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে নিদের মন্তব্যের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী৷