লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, ব্যাঙ্ক খোলার সময়সীমা বাড়ালেন মমতা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, ব্যাঙ্ক খোলার সময়সীমা বাড়ালেন মমতা

পানাগড়: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে৷ জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ এই দিকটা বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড়ের সভা থেকে তিনি বলেন, এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। 

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, বাড়ছে ব্যাঙ্ক খোলার সময়সীমা, ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ ব্যাঙ্কের ফ্লো’ও বাড়ছে৷ ব্যাঙ্কের সুদ বাড়া দরকার৷ আজকেই পঞ্জাব ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের মৌ চুক্তি সাক্ষর হয়েছে৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে৷ সে কারণেই আগামী কাল থেকে পূর্ণ দিবস ব্যাঙ্ক খোলা থাকবে৷ যাতে মানুষ আরও বেশি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =