কলকাতা: বর্ধমানের গোদার মাঠে সভা সেরে কলকাতা ফেরার পথে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও সামান্যই চোট লেগেছে তাঁর। জানা গিয়েছে, সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় ঘটে বিপত্তি৷ আচমকাই ব্রেক কষে মুখ্যমন্ত্রীর গাড়ি৷ সেই ঝাঁকুনিতেই মাথায় সামান্য চোট লাগে তাঁর। তবে সেই অবস্থাতেই কলকাতার পথে রওনা দেন তিনি৷
বুধবার সকালে হেলিকপ্টারে চেপে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে ফেরেন তিনি। গোদার মাঠের সভাস্থল থেকে জিটি রোডে ওঠার পথে একটি উঁচু জায়গা পড়ে৷ সেটি পেরনোর সময় মুখ্যমন্ত্রীর গাড়ি দ্রুতগতিতে ওটার পরই ব্রেক কষে। গাড়ির সামনে চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঝাঁকুনিতে কপালে চোট লাগে তাঁর৷