দ্বিতীয় রাউন্ডেও গতি ধরে রাখলেন মমতা, এগিয়ে অনেকটাই

দ্বিতীয় রাউন্ডেও গতি ধরে রাখলেন মমতা, এগিয়ে অনেকটাই

কলকাতা: পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও ভবানীপুর উপনির্বাচনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আপাতত ২৫০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। প্রথম রাউন্ডের শেষে ২৮০০ ভোটে এগিয়ে ছিলেন মমতা কিন্তু দ্বিতীয় রাউন্ডে ব্যবধান কিছুটা কমলেও এখনো ভালোই ব্যবধানে এগিয়ে তিনি। ভবানীপুর উপনির্বাচনে মোট ২১ রাউন্ড গণনা হবে।

ভোট গণনা শুরু হতেই সকাল থেকে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে৷ বাংলা তথা গোটা দেশের নজর রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে আশাবাদী দল৷ ফিরহাদ হাকিমের কথায় ৫০ থেকে ৭০ হাজার ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, আরও দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও উত্তজনা রয়েছে৷ তবে এই দুটি কেন্দ্রেও এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =