তিন দিনের সফরে মুম্বই যাচ্ছেন মমতা, থাকবেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে

কলকাতা: মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ তারিখ বিকেলে মুম্বইয়ের পথে রওনা দেবেন তিনি৷ বাণিজ্যনগরীতে একাধিক কর্মসূচি ও বৈঠক রয়েছে তাঁর৷ ১৩ জুন কলকাতায়…

mamata janata

কলকাতা: মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ তারিখ বিকেলে মুম্বইয়ের পথে রওনা দেবেন তিনি৷ বাণিজ্যনগরীতে একাধিক কর্মসূচি ও বৈঠক রয়েছে তাঁর৷ ১৩ জুন কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷

 

নবান্ন সূত্রের খবর, ১১ তারিখ মুম্বই পৌঁছনোর পর বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ একাধিক মিটিং রয়েছে তাঁর। বিকেলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১১ জুলাই অনন্তর বিয়ে৷ ১২ জুলাই রিসেপশন৷ বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারেই সব আয়োজন করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী ১২ তারিখ সন্ধেয় জিও সেন্টারে থাকবেন তিনি। ফলে ওইদিন মুখ্যমন্ত্রী অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *