৩-০ জয়ের আরও কাছাকাছি তৃণমূল, ‘রেকর্ড’ অঙ্কে জয়ের পথে মমতা

৩-০ জয়ের আরও কাছাকাছি তৃণমূল, ‘রেকর্ড’ অঙ্কে জয়ের পথে মমতা

কলকাতা: একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ রাউন্ড শেষে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পেয়েছে ২৪ হাজার ৩৯৬টি ভোট। সিপিএম পেয়েছে ৩ হাজার ৫৩৪টি ভোট।

ইতিমধ্যেই প্রবল উচ্ছ্বাসে মাততে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভবানীপুর এবং কালীঘাট তো বটেই, বাকি দুই কেন্দ্রেও উৎসবের আমেজ ঘাসফুল শিবিরে। সব জায়গায় যেন অকাল হোলি পালিত হচ্ছে। এদিকে, যদুবাবুর বাজারে মিষ্টি বিতরণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। উল্লেখ্য, তিনি জানিয়েছেন, ”বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর ভারত। আভি তো ট্রেলার চল রাহা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়”। একই সঙ্গে তিনি এও দাবি করলেন যে, আগামী দিনে দিল্লির পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বার বারই বলেছেন ভবানীপুরে মমতা ৫০-৮০ হাজার ভোটে জিতবেন। রবিবার সকালেও একই দাবি করেছেন তিনি। দেখা যাচ্ছে সেই দাবি এখন সত্যি হওয়ার পথেই।

অন্যদিকে, জঙ্গিপুরে একাদশ রাউন্ডের শেষে জাকির পেয়েছেন ৫৫ হাজার ৪৮৯ ভোট। অন্য দিকে বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন ২১ হাজার ৮৭৮ ভোট। ব্যবধান ৩৩ হাজার ৬১১। শমসেরগঞ্জে দ্বাদশ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন ৪৭ হাজার ৫৪৪ ভোট। কংগ্রেসের জইদুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ৮৫৩ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪৯১৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =