মণিপুরের ঘটনায় কেন্দ্রকে ধিক্কার মমতার, প্রতিবাদে নীরবতা পালন ২১-র মঞ্চে

মণিপুরের ঘটনায় কেন্দ্রকে ধিক্কার মমতার, প্রতিবাদে নীরবতা পালন ২১-র মঞ্চে

bdcbce2b52b9dbc4c75070d2e1dd9bfa

কলকাতা: বিগত কয়েক মাস ধরে কার্যত জ্বলছে মণিপুর। একাধিক মৃত্যু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে, বহু মানুষ আহত। সম্প্রতি আবারএকটি ভিডিও ভাইরাল হয়েছে ওই রাজ্যের তাতে দেখা গিয়েছে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে। জানা যায়, তাঁদের আগে ধর্ষণ করা হয়েছিল তারপর শ্লীলতাহানিও করা হয়। যাবতীয় ঘটনাক্রমের প্রতিবাদে এদিন ২১ জুলাই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ১ মিনিট নীরবতা পালন করলেন তিনি।  

মমতা এদিন জানান, শেষ কয়েক দিন বহু মানুষের প্রাণ গিয়েছে মণিপুরে। পাশাপাশি আদিবাদী, দলিত নারীদের ওপর যে অত্যাচার, বর্বরতা এবং অসভ্যতা চলছে তার প্রতিবাদেই তিনি বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছেন। একই সঙ্গে ওই অত্যাচারিত নারীদের পাশে দাঁড়িয়ে তিনি তাঁদের বীর বলেও সম্বোধন করেন। বলেন, তারা যাতে ভয় না পান, এগিয়ে যান। এরপরই মণিপুরের ঘটনা নিয়ে তিনি ১ মিনিট নীরবতা পালন করেন মঞ্চ থেকেই। মমতা আরও স্পষ্ট করেন, তারা কেউ জাতি-দাঙ্গা চান না, শান্তি চান। প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়ায় মণিপুরের ঘটনা নিয়ে নিজের ধারণা ব্যক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *