কলকাতা: তাঁর পায়ের সমস্যার কারণে অনেক আগেই চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিছুদিন বাড়িতে থেকে সেই পরামর্শ অবশ্য আর মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বিদেশ সফরে চলে যান। কিন্তু সেখান থেকে ফেরার পর অবশেষে তাঁকে সেই পায়ের কারণেই গৃহবন্দি হতে হয়। এখন জানা গেল, সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে পা রাখতে পারেন ১৪ অক্টোবর, মহালয়ার দিন।
বিদেশ সফর থেকে ফেরার দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘরবন্দি। বেরতে পারছেন না বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক যেটা ১২ তারিখ হওয়ার কথা তা কালীঘাটের বাড়িতেই ডেকেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মহালয়ার দিনই ঘরবন্দি দশা কাটিয়ে বাইরে বেরোতে চান বলে সূত্রের খবর। ওই দিনই আবার তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। সেই সংখ্যা উদ্বোধন করার কথা তাঁর। এখন দেখা যাক, সেই সংখ্যা মঞ্চে উপস্থিত থেকে তিনি উদ্বোধন করেন, নাকি ভার্চুয়ালি। শাসকদল সূত্রে খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে সশরীরেই নজরুল মঞ্চে যাবেন।
যদিও গোটা বিষয়টি নির্ভর করছে চিকিৎসকদের মতের ওপর। আসলে গত বিধানসভা ভোটের প্রচারের সময় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়েও কপ্টার বিভ্রাটের কারণে পায়ে আঘাত পেয়েছিলেন। তারপর স্পেন সফরে তাঁর পুরনো চোটের জায়গায় আবার চোট পান। এখন তাই সেটা গুরুতর আকার নিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে তাঁকে চিকিৎসকদের পরামর্শ মতোই কাজ করতে হবে।