গোয়া যাওয়ার আগেই ফালেইরো’কে বড় পদ দিলেন মমতা

গোয়া যাওয়ার আগেই ফালেইরো’কে বড় পদ দিলেন মমতা

 

কলকাতা:  পাহাড় থেকে ফিরেই গোয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজোর মধ্যেই দেশের সবচেয়ে ক্ষুদ্র রাজ্যে নিজেদের কার্যালয় খুলেছে তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেস ছেড়ে দলে দলে নেতারা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে৷ এরই মধ্যে মমতার গোয়া যাত্রা বিশেষ তাৎপর্য পূর্ণ৷ আর গোয়া যাওয়ার আগে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে পড় পদ দিলেন দলনেত্রী৷ ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নতুন পদ পেয়ে তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়েছেন ফালেইরো। তাঁকে নিয়োগপত্র পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- ‘বিজেপি কাঁকড়ায় ভরা দল’, নাম না করে শুভেন্দুকে নিশানা বাবুলের

শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়,  ‘‘ফালেইরোকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ খুব শীঘ্রই দায়িত্ব নেবেন তিনি৷ চার দশকেরও বেশ সময় ধরে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন ফালেইরো৷ আমাদের পূর্ণ বিশ্বাস তাঁর সুযোগ্য নেতৃত্বে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাফল্যের শিকড়ে পৌঁছবে৷ ভারতের প্রতিটি নাগরিকের সুরক্ষার স্বার্থে লড়ই করবে তৃণমূল কংগ্রেস৷’’

প্রসঙ্গত, কংগ্রেসের এই প্রবীণ নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো জাতীয় রাজনীতিতেও অত্যন্ত পরিচিত নাম। ২০১৩ সাল থেকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন তিনি। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য বা সেভেন সিস্টারের দায়িত্বেও ছিলেন তিনি। যার মধ্যে রয়েছে ত্রিপুরাও৷ ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠনকে পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল৷ 
 

গত ২৯ সেপ্টেম্বর কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো ও কংগ্রেসের ৬ প্রাক্তন বিধায়ক।  ওইদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ তাঁদের স্বাগত জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূলে যোগ দিয়েই তিনি বলেন, ‘‘মমতা অত্যন্ত লড়াকু নেত্রী, প্রকৃত স্ট্রিট ফাইটার। সাম্প্রদায়ির শক্তির হাত থেকে দেশের রাজনীতিকে বাঁচাতে তাঁর মতো একজন নেত্রী চাই। মমতার সঙ্গে হাতে হাত রেখে লড়াই করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =