হবে না লাইভ স্ট্রিমিং, মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে বৈঠক Mamata Banerjee meeting junior doctors

কলকাতা: সোমবার বিকাল পাঁচটা৷ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আর নবান্ন নয়, কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। মুখ্যসচিব মনোজ…

Mamata Banerjee meeting junior doctors

কলকাতা: সোমবার বিকাল পাঁচটা৷ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আর নবান্ন নয়, কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থা ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের এই মর্মে মেইল করেছেন। সেখানে বলা হয়েছে, শনিবার যাঁরা কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন, তাঁরাই যেন আজকের বৈঠকে আসেন। বিকাল পাঁচটায় সময় ধার্য করা হয়েছে। ()

 

সুপ্রিম কোর্টের নির্দেশ Mamata Banerjee meeting junior doctors

 

ওই মেইলে আরও বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছিল, জুনিয়র চিকিৎসকদের ১০ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে। দায়িত্ববান নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা কর্তব্য৷ মেইলে এটাও বলা হয়েছে যে, আপনাদের সঙ্গে বৈঠক করানোর জন্য মুখ্যমন্ত্রীর তরফে এটা পঞ্চম ও শেষ চেষ্টা৷

লাইভ স্ট্রিমিং হবে না

এদিকে, প্রথম থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং ও ভিডিয়োগ্রাফির দাবি জানিয়ে আসছে৷ সেটা যে সম্ভব নয়, তা আগেভাগেই মেইলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।

 

Bengal- West Bengal CM Mamata Banerjee to meet junior doctors at her Kalighat residence on Monday at 5 PM. This is the fifth and final attempt to resolve the ongoing strike. Supreme Court mandates doctors to return to work by September 10. Live streaming not permitted