‘জেলে ভরেছে, মানুষের মন থেকে মুছতে পারেনি’, আরও একবার কেষ্টর পাশে মমতা

‘জেলে ভরেছে, মানুষের মন থেকে মুছতে পারেনি’, আরও একবার কেষ্টর পাশে মমতা

anubrata mandal

বীরভূম: গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি একসময় ছিলেন বীরভবূমের বেতাজ বাদশা৷ তবে কেষ্ট গ্রেফতার হওয়ার পর বীরভূমে মাথাচাড়া দিয়েছিল তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ ক্ষমতা কার হাতে থাকবে মূলত তা নিয়েই ছিল কোন্দল৷ কেষ্ট এখন আর জেলা সভাপতির পদে নেই৷ জেলায় তৈরি করা হয়েছে নতুন কোর কমিটি। সেই কমিটিতে গুরুদায়িত্ব পান কাজল শেখ৷ যদিও পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়া হয়৷ আপাতত জেলার সংগঠনের উপর নজর রাখছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের প্রশাসনিক সভায় গিয়ে তাঁর মুখে শোনা গেল কেষ্টর গুনগান৷  বিরোধী বিজেপি’কে একহাত নিয়ে তিনি বলেন, “সিউড়িতে একাধিক চক্রান্ত চলছে। বীরভূমেও চক্রান্ত চলছে। আজকে ওঁরা কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে ওঁকে মুছতে পারেনি। একই অভিযোগ তো আপনাদের নেতার বিরুদ্ধেও রয়েছে, ব্যবস্থা নিয়েছেন কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =