দফতর বাড়ছে, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় ঘোষণা মমতার

দফতর বাড়ছে, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরও নতুন দফতর যুক্ত হবে এই প্রকল্পে। আগে যা ছিল তার থেকে আরও ৬ টি বেশি দফতর যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে মোট ২৪ টি দফতর থাকবে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পে। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজ হবে এই প্রকল্প থেকে।

গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ সহ ১০ টি প্রকল্পের কাজ করা হয়। এই বছর করোনার দাপাদাপির কারণে পিছিয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। তবে এখন রাজ্যের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হওয়ায় তা আবার শুরু হতে চলেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে, ‘দুয়ারে সরকার’ প্রকল্প থেকেই করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে। আলাদা করে আর স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে লাইন দিতে হবে না কাউকে। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক একাধিক পরিষেবার সুবিধাও পাওয়া যাবে।

সব জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকদের স্বাস্থ্য দফতর জানিয়েছে যে, এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগের চিকিৎসা, এক্স রে বা ইসিজি করা হবে। প্রয়োজন মতো রোগীদের নাম লেখান হবে। সেই প্রেক্ষিতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন তারা। এই একই ভাবে করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে সেখানে। যারা এখনও পর্যন্ত করোনা টিকা একটিও ডোজ বা দ্বিতীয় ডোজ নেননি, তারা নির্দিষ্ট নথি দেখিয়ে এখান থেকে টিকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =

দুয়ারে সরকারে সুবিধা পেয়েছে ৯৯% জনগণ! নবান্নে জানালেন মমতা

দুয়ারে সরকারে সুবিধা পেয়েছে ৯৯% জনগণ! নবান্নে জানালেন মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে দুয়ারের সরকার প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিজেপির সহ অন্যান্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। কিন্তু আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন এই প্রকল্প থেকে কতজন সুবিধা পেয়েছেন। একই সঙ্গে আগামী দিনে কবে থেকে আবার এই প্রকল্প শুরু হবে তাও বলে দিলেন তিনি।

এদিন মমতা জানান, দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পেয়েছে রাজ্যের ৯৯ শতাংশ মানুষ। পরবর্তী ক্ষেত্রে ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর এই প্রকল্প আবার শুরু হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজের জন্য রাজ্য জুড়ে প্রায় ১৭ হাজারের ওপর ক্যাম্প তৈরি করা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানিয়েছেন, যারা যারা এই প্রকল্পের আবেদন করবেন তাদের কাগজপত্র খতিয়ে দেখার কাজ হবে ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই সমস্ত ক্যাম্পে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। সেই প্রকল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু সহ আরো অনেক। 

আরও পড়ুন- দেশকে বাঁচাতে নিজে হাতে সেনা গড়ছেন এই কম্যান্ডো

এছাড়াও মমতা আরো জানান, লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। সেখানে একটি ইউনিক নাম্বার থাকবে। সেখানেই ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। সরকারি ক্যাম্পে থেকেই এই ফর্ম পাওয়া যাবে, বাইরের অন্য কেউ যদি এই ফর্ম দিতে চায় তাহলে সেগুলি গ্রাহ্য হবে না। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, যে কোনো রকম অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বর থাকবে যেখানে ফোন করে অভিযোগ জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =

‘দুয়ারে সরকার’ ১৬ অগাস্ট থেকে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও ঘোষণা মমতার

‘দুয়ারে সরকার’ ১৬ অগাস্ট থেকে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও ঘোষণা মমতার

কলকাতা: ফের রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে ফের চালু হবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। বিজ্ঞাপন দিয়ে পুরো বিষয়টি সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি আজ।

 

আজ মমতা জানান, আগামী ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন। এদিকে, জানান হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এর জন্যও আগে থেকে আবেদন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তারপরেই আজ এই ঘোষণা হয়ে গেল নবান্নের তরফে। 

আরও পড়ুন- নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর

প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় ১ কোটি ৬৯ লক্ষ বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে এক হাজার, এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ৫০০ টাকা করে মাসোহারা পাবেন। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের রূপায়নের জন্য চলতি আর্থিক বছরের বাজেটে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু সব কিছুর জন্য আবেদন করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =