৫০০ ভোটার, ১,০০০ ভোট! নন্দীগ্রামের ‘ঝুঁকি’ বোঝালেন মমতা

৫০০ ভোটার, ১,০০০ ভোট! নন্দীগ্রামের ‘ঝুঁকি’ বোঝালেন মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তিনি। যদিও সেই নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে যা এখন আদালতের বিচারাধীন। তবে এখন ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে আর এখানে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রাম নির্বাচনে যে তিনি জিতেছেন তা এখনও তাঁর কথায় পরিষ্কার। এদিন প্রচারের ফাঁকে জনসভা করে নন্দীগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করলেন তিনি।

আরও পড়ুন- মেডিক্যাল অফিসার পদে নিয়োগ

এদিন মমতা বললেন, ঝুঁকি নিয়ে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন কিন্তু এটা বুঝতে পারেননি যে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে, ভোটের মেশিন থেকে শুরু করে, বন্দুক থেকে শুরু করে সবকিছু এই ভাবে ব্যবহার করা যায়। মমতা এও বলেন, নির্বাচনের পর সঙ্গে সঙ্গে উপনির্বাচনের দাবি করা হয়েছিল কিন্তু শোনা হয়নি। এমনকি ভিভিপ্যাট ঠিকভাবে গুনতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, কোথাও দেখা গেছে যে, ৫০০ জন ভোটার রয়েছে কিন্তু ভোট পড়েছে ১,০০০! সেখানে নানা রকম কীর্তি এবং কেলেঙ্কারি হয়েছে বলে কটাক্ষ করেছেন মমতা। যদিও বিষয়টি এখন আদালতের বিচারাধীন আছে বলে এই ব্যাপারে আর কিছু বলতে চাননি ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

 

আরও পড়ুন- ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ে সতর্ক প্রশাসন, বেশকিছু পদক্ষেপের নির্দেশ

এর আগেও ভবানীপুরের প্রচারে বেরিয়ে নন্দীগ্রাম সম্পর্কে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সেখানে তাঁর বিরুদ্ধে কী কী করা হয়েছে তা জানলে সবাই ভয় পেয়ে যাবে। সেই কেন্দ্রের ফল সংক্রান্ত বিষয় এখন আদালতের হাতে রয়েছে বলে বেশি কিছু বলতে চান না। তবে এই প্রসঙ্গে মমতা উল্লেখ করেন যে, এর আগে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভবানীপুর থেকে জিতেই। তাই এবার যেন সেটাই চেয়েছে ভবানীপুরের মানুষ। তাঁর বক্তব্য, সবই ভাগ্যের খেলা। মুখ্যমন্ত্রী তিনি হবেন তো ভবানীপুর থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =

প্রাণ নাশের হুমকি দিয়েছে রিটার্নিং অফিসারকে! নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মমতা

প্রাণ নাশের হুমকি দিয়েছে রিটার্নিং অফিসারকে! নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা: গতকাল নির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নন্দীগ্রামে নজিরবিহীনভাবে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই কারণে কারণ প্রথমে তাঁকে জয়ী ঘোষণা করা হয়েছিল এএনআই সূত্রে। কিন্তু ঘোষণার ঠিক দেড় ঘণ্টা পর পুনরায় ঘোষণা করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারী জিতেছেন নন্দীগ্রামে। যার পরের নন্দীগ্রাম নিয়ে আলাদা চর্চা চলছে। এবারেই প্রেক্ষিতেই বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানান, নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুনর্গণনার নির্দেশ দিলে তাকে মেরে দেওয়া হতে পারে! এই প্রেক্ষিতেই ওই রিটার্নিং অফিসারের সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মেসেজ কথোপকথন তুলে ধরেন মমতা। এদিন কালীঘাটে সাংবাদিকদের সামনে এই বিস্ফোরক দাবি করেন তিনি। সেখানেই জানা যায়, ওই রিটার্নিং অফিসার বলছেন যে পুনর্গণনার নির্দেশ দিলে তাকে খুন করা হতে পারে। যদিও কারো সঙ্গে তাঁর কথা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটা বিষয় স্পষ্ট করেছেন যে নন্দীগ্রামের ঘটনা নিয়ে তিনি আদালতে যাবেন। গতকাল রাতেই নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এবং নন্দীগ্রামে ভোটের পুনর্গণনার দাবি করেছিল। যদিও সেই দাবি নস্যাৎ করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা আরও বলেন, আগে ফল ঘোষণা হয়ে গেল, সবাই জেনে গেল, রাজ্যাপাল তাঁকে ফোন করলেন, এদিকে পরে জানান হল যে ফল পালটে গেছে! বড় মাফিয়াগিরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

 

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন। দাবি করেন যে পুলিশের একাংশ নির্বাচনে প্রত্যক্ষভাবে বিজেপির হয়ে কাজ করেছে। তারা নিজেরা উপযুক্ত কাজ করেছে বলে মনে করলেও তিনি তা মনে করেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন এইসব নিয়ে ভাবার সময় নয় বলেও জানান তিনি। আপাতত করোনাভাইরাস পরিস্থিতির দিতে নজর দিতে চান মমতা। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বিজেপি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হিংসা করছে তবে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =