কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত চিকিৎসা মহল৷ অপরাধীর শাস্তি চেয়ে বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা৷ অভিযুক্তকে যে কোনওভাবেই রেয়াত করা হবে না, সে কথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবেও উল্লেখ করেন তিনি। প্রথম সারির একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি ফাঁসির পক্ষে আমি৷ তবে কোনও কোনও ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম দৃষ্টান্তমূবক শাস্তির দরকার আছে৷ যাতে আর কেউ এমন অপরাধ সাহস না পায়।”
পাশাপাশি জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তসঙ্গত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। ওই সংবাদমাধ্যমে তিনি আরও বলেন, “ওদের দাবিদাবার সঙ্গে আমি একমত। ওদের দাবি পুলিশ মেনে নিয়েছে।”
সর্বোচ্চ শাস্তির যে দাবি উঠেছে, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে, দরকার হলে ফাঁসির আবেদন করা হবে। যে কালপ্রিট এই কাজ করেছে, তার কোনও ক্ষমা নেই।”