কলকাতা: বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় এসেছেন বিএসএফের ডিজি। হাসিনার দেশত্যাগের পরই ইন্দো-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়িয়েছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট। এই পরিস্থিতিতে উদ্বেগের সুর শোনা যায় বাংলার মু্খ্যমন্ত্রীর গলায়৷ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী বলেন, টবাংলার মানুষকে আমি শান্তি ও সংযম প্রদর্শনের অনুরোধ করব। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এটা দ্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের নির্দেশ মতো কাজ করব।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলব এই ইস্যু দেশের ইস্যু। কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিন। দেশের সরকার বিষয় দেখে নেবে। হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ। সকলেই আমাদের ভাইবোন। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক। শান্তি রক্ষা করা হোক। পড়শি রাজ্য, দেশে যাই হোক তা পাশের রাজ্য বা দেশে পড়েই। সেক্ষেত্রে শান্ত থাকতে হবে। সব সন্তানরা ভাল থাকুন।’