ট্রেন দুর্ঘটনার খবরে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, ৫-৬ জন ওড়িশা যাচ্ছেন উদ্ধারকাজে

ট্রেন দুর্ঘটনার খবরে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, ৫-৬ জন ওড়িশা যাচ্ছেন উদ্ধারকাজে

কটক: এদিন বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়েছে আপ করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সেটি। ধাক্কা এতটাই জোরে ছিল যে ট্রেনের সামনে অংশ মালগাড়ির ওপরে উঠে যায়। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় চিন্তাপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, ওড়িশায় গিয়ে উদ্ধারকারী দলকে সাহায্য করার জন্য তিনি ৫-৬ জনকে পাঠাচ্ছেন।

মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, শালিমার-করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার খবরে তিনি স্তম্ভিত। বালেশ্বরের কাছে মালগাড়ির সঙ্গে ধাক্কায় তা উলটে যায়, ট্রেনে বাংলার অনেক যাত্রীও ছিলেন। তিনি জানান, ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুটি হেল্পলাইন নম্বরও তিনি দিয়েছেন। তা হল ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫। জানা গিয়েছে, বহু যাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন। আর এই দুর্ঘটনার পর হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সব ট্রেন বাতিল করা হয়েছে। 

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় খবরাখবরের জন্য হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২। শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬। এদিন বিকেলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়েছিল। বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সেটি। কমপক্ষে ১৮ থেকে ২৩টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। সিগনালে ত্রুটি না কি চালকের ভুল, কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *