ভেবেছিলেন ফোন আসবে, আসেনি! ধর্নার পরও কেন্দ্রের উদাসীনতায় ক্ষুব্ধ মমতা

ভেবেছিলেন ফোন আসবে, আসেনি! ধর্নার পরও কেন্দ্রের উদাসীনতায় ক্ষুব্ধ মমতা

কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি আছে বলে কেন্দ্রের বিরুদ্ধে বহু দিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বকেয়া টাকার দাবিতেই মূলত দু’দিনের ধর্না দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, দলের তরফে ধর্না হলেও সরকারের তরফে তিনি এসেছেন। কারণ দুই ক্ষেত্র থেকেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান হচ্ছে। কিন্তু আখেরে লাভ হয়নি কিছু। কেন্দ্র থেকে কোনও বার্তাই আসেনি ধর্নার পরেও। এই নিয়ে ক্ষুব্ধ মমতা নিজে। 

আরও পড়ুন- অনেকের নম্বর কমিয়ে শূন্য করা হত! বাম আমলকে বিঁধলেন প্রাক্তন সিপিএম নেতাই

টানা ৩০ ঘণ্টা ধরে ধর্না দেওয়ার মাঝে বা পরে কেন্দ্র থেকে কোনও বার্তা পাননি তিনি। মমতা জানিয়েছেন, ভেবেছিলেন কেন্দ্র ফোন করে বকেয়া টাকা মেটানোর কথা বলবে, কিন্তু কিছুই নেই। সব ভোঁ-ভাঁ। কোনও নেতাই ফোন করে বিষয়টি নিয়ে খোঁজ নেননি। এতএব কেন্দ্র পাত্তাই দিতে চাইছে না বিষয়টি নিয়ে। আর এতেই রীতিমত ক্ষুব্ধ হয়েছেন তিনি। কিন্তু তাঁর লড়াই যে এখানেই থেমে থাকবে না তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। ‘দিল্লি চলো’ ডাক ধরা পড়েছে তাঁর গলায়। দিল্লি গিয়ে আন্দোলন করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় অর্থনৈতিক অবরোধ করা হলে তারা রাজনৈতিক অবরোধ করবেন।