চোর, ডাকাতরা ডিএ-র মঞ্চে ধর্না দিচ্ছে! চিরকুট খোঁচা মমতার

চোর, ডাকাতরা ডিএ-র মঞ্চে ধর্না দিচ্ছে! চিরকুট খোঁচা মমতার

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই এবার ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের সরাসরি চোর-ডাকাত বলে বসলেন তিনি। একই সঙ্গে বাম আমলকেও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় ফিরে এসেছে চিরকুট খোঁচা। মমতার দাবি, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই ডিএ নিয়ে এখন আন্দোলন করছে।  

আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা 

বাম আমলের চাকরি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। সুজন চক্রবর্তীর স্ত্রী নামে অভিযোগ করা হয়েছে, আবার খোদ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাঁর বাবা তথা বাম আমলের মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছেন। এই অবস্থায় আজ রেড রোডে অম্বেডকর মূর্তির সামনের ধর্নার মঞ্চ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইস্যু তুলে ডিএ আন্দোলনকারীদের একহাত নিলেন। মমতার স্পষ্ট দাবি, ডিএ আন্দোলনে যারা বসে রয়েছেন, তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এও বলেন যে, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। নেত্রীর বক্তব্য, এইসব লোকেদের থেকে তাঁকে জ্ঞান শুনতে হবে না, যারা ডাকাত সর্দার।