কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই এবার ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের সরাসরি চোর-ডাকাত বলে বসলেন তিনি। একই সঙ্গে বাম আমলকেও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় ফিরে এসেছে চিরকুট খোঁচা। মমতার দাবি, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই ডিএ নিয়ে এখন আন্দোলন করছে।
আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা
বাম আমলের চাকরি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। সুজন চক্রবর্তীর স্ত্রী নামে অভিযোগ করা হয়েছে, আবার খোদ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাঁর বাবা তথা বাম আমলের মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছেন। এই অবস্থায় আজ রেড রোডে অম্বেডকর মূর্তির সামনের ধর্নার মঞ্চ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইস্যু তুলে ডিএ আন্দোলনকারীদের একহাত নিলেন। মমতার স্পষ্ট দাবি, ডিএ আন্দোলনে যারা বসে রয়েছেন, তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এও বলেন যে, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। নেত্রীর বক্তব্য, এইসব লোকেদের থেকে তাঁকে জ্ঞান শুনতে হবে না, যারা ডাকাত সর্দার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গাড়ির টাকা কোথায় পেলেন শতরূপ? কুণাল ঘোষের আক্রমণ! Kunal Ghosh slams Shatarup Ghosh” width=”835″>
সিপিএমকে আরও তীব্রভাবেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। আর এখন যত যা কাগজ বেরোচ্ছে, সব করছে সিপিএম-কোঅর্ডিনেশন কমিটি করছে। পেনশন নিয়ে একটু নাড়াঘাঁটা হোক নাকি, এমনই প্রশ্ন তুলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও ডিএ আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর কেন তালিকা যাচাই করা হয়নি। তদন্ত কেন হয়নি, সেটাও বলুক।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন