কলকাতা: আগামী বছরের লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু এই বাজেটকে প্রথম থেকেই তোপ দেগে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করে তাঁর মন্তব্য ছিল, ‘আশার আলো নেই, সবটাই অমাবস্যার অন্ধকার।’ তিনি আবার এও দাবি করেছেন, তিনি আধ ঘণ্টার মধ্যে মানুষের স্বার্থে বাজেট করে দিতেন।
আরও পড়ুন- নির্দেশ মেনে তিনজনের নাম প্রস্তাব সিবিআইয়ের, বিচারপতি তদন্ত নিয়ে এখনও অসন্তুষ্ট
বুধবার যে বাজেট পেশ হয়েছে তাকে অপরচুনিস্টিক বাজেট বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, গরিব মানুষের কোনও উপকার হবে না এই বাজেট থেকে। কারণ এই বাজেটে দরিদ্র বঞ্চিত এবং মাত্র একাংশ লাভবান হয়েছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর দাবি, তিনি থাকলে গরিব এবং সাধারণ মানুষের স্বার্থের বাজেট আধ ঘণ্টায় করে দিতেন। মমতা আরও বলেছেন, খালি মুখে বলা হচ্ছে দারুণ বাজেট কিন্তু বেকারদের জন্য কিছুই বলা নেই এই বাজেটে। মমতার তোপ, এই বাজেট নট ফিউচারাস্টিক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাজেট ২০২৩: মহিলাদের ক্ষমতায়নে জোর! This year’s budget focuses on women empowerment” width=”560″ height=”315″ frameborder=”0″>
এছাড়া একাধিক ইস্যুর কথা তুলে কেন্দ্রের মোদী সরকারকে ফের আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আজ পর্যন্ত কোনও কথা রাখতে পারেনি মোদী সরকার। ক্ষমতায় আসর পর বলা হয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে৷ ২ কোটি লোককে চাকরি দেওয়া হবে৷ সেখানে ৪০ শতাংশ চাকরি কমে গেছে। গরিবের দিকে তাকানো হয়নি৷ গ্যাস সিলিন্ডারের দাম থেকে বিভিন্ন সরকারি প্রকল্পকেও একহাত নেন তিনি।