কলকাতা: কবে হবে পশ্চিমবঙ্গ দিবস তা নিয়ে এখন দোটানা চলছে। এদিন বিধানসভায় কার্যত মহা বিবাদের সৃষ্টি হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিরোধিতা করে রাজ্য সরকারের প্রস্তাবে। ‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস’ লেখা পোশাক পরতেও দেখা যায় শুভেন্দুকে। কিন্তু তাঁর যুক্তির পাল্টা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরাসরি নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্যপালকে সই করতে দেবেন না তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল সই না করলে, তাঁদের কিছু যায় আসে না। তারা এটাকে পালন করবেন। এছাড়া স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই রীতিমতো চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, দেখা যাবে যে কার শক্তি বেশি, জনগণের নাকি রাজ্যপালের। আসলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কথা ছিল, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস প্রমাণিত সত্য। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত হয়েছিল। তবে এই বিষয়টিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার বক্তব্য, যাদের সঙ্গে বাংলার মাটির কোনও যোগ নেই, বাংলার মানুষের কোনও যোগ নেই, তারা বাংলার কথা বলছেন। ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিষ্ঠাদিবস আছে। যেগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়। আর ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার বিধানসভায় কিছু আলোচনা হয়েছিল। কিন্তু সেদিন পশ্চিমবঙ্গের জন্ম হয়নি। তারপরও তো মাস দু’য়েক বাংলা অবিভক্ত ছিল। এছাড়া বিজেপি তথা গেরুয়া শিবিরকে ঠুকে তাঁর মন্তব্য, স্বাধীনতা আন্দোলনে যাদের কোনও ভূমিকা ছিল না, তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছে। এটা লজ্জাজনক, দুঃখজনক।