কলকাতা: আরজি কর-কাণ্ডের আবহে ধর্ষণের মতো অপরাধে কড়া শাস্তি দিতে বিধানসভায় নয়া বিল এনেছে রাজ্য সরকার৷ সেই বিলের নাম অপরাজিতা মহিলা এবং শিশু বিল ২০২৪। এই বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী যেটা পারেননি। আমরা সেটা পারলাম। আমরা করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। ’’
ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের উপর জোর দিতে গিয়ে মমতা বলেন, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, নারী-শিশু নির্যাতন ঘটছে৷ আমরা সেই সব ঘটনার তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি। তাঁর কথায়, মোদী এবং অমিত শাহ দেশের নারীদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে পারেননি। তাই আমরা নরেন্দ্র মোদী ও অমিত শাহের পদত্যাগ চাই। নরেন্দ্র মোদী দেশের লজ্জা বলেও কটাক্ষ করেন তিনি৷