‘একলা’ লড়েও টিমগেমে বিশ্বাসী মমতা, ‘ইন্ডিয়া’ নিয়ে বার্তা

‘একলা’ লড়েও টিমগেমে বিশ্বাসী মমতা, ‘ইন্ডিয়া’ নিয়ে বার্তা

mamata banerjee

ধুপগুড়ি: অনেক অপেক্ষার পর বিজেপির থেকে ধূপগুড়ি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ উপনির্বাচনে কামাল করে দেখিয়েছে ঘাসফুল শিবির। যে আসনে একুশের ভোটে বিজেপির কাছে হারতে হয়েছিল, কয়েক মাসের ব্যবধানেই সেই আসন নিজেদের দখলে দিয়েছে তৃণমূল। সেটাও আবার বাম-কংগ্রেস ছাড়াই। তবে এই লড়াই জিতে ‘একলা চলো’র কথা না বলে টিমগেমের ওপর ভরসা করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, এটি ‘টিম ইন্ডিয়া’র জয়। 

বিজেপি শিবির আগেই আওয়াজ তুলেছে যে, তৃণমূল-বামফ্রন্ট-কংগ্রেস দিল্লিতে দোস্তি করছে আর বঙ্গে কুস্তি। এই উপনির্বাচনেও একই চিত্র অবশ্য দেখা গিয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল সিপিআইএম। সমর্থন করেছিল কংগ্রেস। যদিও তাতে কিছুই প্রভাব পড়েনি ঘাসফুলের ওপর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই আসন দখল করেছে তারা। কিন্তু জয়ের পর একতার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই আবার নিশানা করলেন। তাঁর বক্তব্য, সকলে যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, সেজন্য ধন্যবাদ। টুইট করে তিনি এও লেখেন, ”শীঘ্রই নিজেদের পছন্দ দেখিয়ে দেবে ভারত। জয় বাংলা, জয় ইন্ডিয়া।” 

এদিন আবার জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমে বলেন, ”ধূপগুড়ির মানুষকে অনেক অভিনন্দন জানাতে চাই। চাবাগান থেকে রাজবংশী সম্প্রদায়, সকলে তৃণমূলকে সমর্থন করেছেন। এই আসনে লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল৷ এটা ওদের একটা শক্ত ঘাঁটি। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =