রেড রোডে শুরু বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

রেড রোডে শুরু বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

কলকাতা:  স্বাধীনতা দিবস উপলক্ষে জমজমাট রেড রোড৷ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে৷ দায়িত্বে ১ জন করে ডিসি পদমর্যাদার অফিসার৷ মোতায়েন ১২০০ পুলিশকর্মী৷ আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়৷ শুরু হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ৷ মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার৷ 

আরও পড়ুন- ববি-অভিষেক-মালাকেও গ্রেফতার করতে চায় বিজেপি, বিস্ফোরক দাবি মমতার

করোনার কোপে গত দু’বছর অনাড়ম্বর ভাবেই রেড রোডে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান৷ এ বার স্বাধীনতা দিবসে ফিরল সেই চেনা ছবি৷ বর্ণাঢ্য কুচকাওয়াজের সাক্ষী হতে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করে মুখ্যমন্ত্রী৷   এর পরেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷