সিস্টেম মেনেই নিয়োগ, রাজীবের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

সিস্টেম মেনেই নিয়োগ, রাজীবের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর কাজে সন্তুষ্ট হননি এবং রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছেন। এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন নির্বাচন কমিশনারের। তাঁর স্পষ্ট বক্তব্য, সিস্টেম মেনে নিয়োগ হয়েছে। তাঁকে কেউ সরাতে পারবেন না। 

এদিন বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনা গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইস্যুতে মন্তব্য করে বলেন, রাজ্যপাল ফাইল পাশ করেছিলেন। চাপিয়ে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের পুরোটাই সিস্টেম মেনেই হয়েছে। একই সঙ্গে এই ঘটনাকে মমতা নজিরবিহীন বলেছেন। তাঁর কথায়,  এমন কোনও ঘটনা অতীতে কখনও হয়নি। এটা একটা সাংবিধানিক পদ। শপথ নিতে হয়। আর রাজ্যপাল ফাইল ক্লিয়ার করেছিলেন।