শরীর খারাপ, বিশ্রাম নাও! অভিষেককে ‘ধমক’ দিয়ে পরামর্শ মমতার

শরীর খারাপ, বিশ্রাম নাও! অভিষেককে ‘ধমক’ দিয়ে পরামর্শ মমতার

কলকাতা: নতুন কর্মসূচির জন্য মাস দুয়েক হতে চলল তিনি জেলায় জেলায় ঘুরছেন। জনসভা থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে থাকছেন জনসংযোগ বাড়াতে। টানা এই কাজ করার মাঝে গলাও ভেঙে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কাজ থামাননি তিনি। তাই এখন সরাসরি দলের সুপ্রিমোর থেকে ‘ধমক’ খেলেন অভিষেক। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খানিক ‘বকুনি’ দিয়েছেন মমতা, এমনটাই জানা গিয়েছে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। 

দুর্গাপুরে দলীয় অধিবেশনে বসে এই কথা জানিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেত্রী তাঁকে ফোন করে শরীরের খোঁজ নিয়েছেন। তাঁকে বলেছেন আবহাওয়া ভালো নয়, তিনি যাতে বিশ্রাম নেন। দলীয় সূত্রে খবর, দু’দিন আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ফোন করেন তৃণমূল সুপ্রিমো।কিছুদিন আগে জানাই গিয়েছিল যে, অভিষেকের গলা ভেঙে গিয়েছে। সভায় বক্তৃতা রাখতে পারছিলেন না তিনি। সে কথা মনে করিয়ে দিয়ে দলনেত্রী তাঁকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার কথা বলেছেন বলে জানান অভিষেক।