কলকাতা: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকলেও সোমবার ফের একবার কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছিল। দুই সন্তানকে নিয়ে দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন রুজিরা। কিন্তু তাঁকে অভিবাসন দফতর ‘বাধা’ দেয় বলে অভিযোগ। এর কিছুক্ষণ পরেই ইডি তাঁকে আবার তলব করেছে। আগামী বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। এই ঘটনা নিয়ে সুর চড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অমানবিক জিনিস চলছে। তাঁর নিশানায় অবশ্যই আছে ইডি।
আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং পরে তা আদালত পর্যন্ত গড়ায়। অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে আদালত জানিয়েছিল যে, তাঁদের বিদেশ যেতে কোনও বাধা নেই। তবে বলা হয়েছিল, কখনও বাইরে গেলে ইডিকে আগে জানাতে হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ।সুপ্রিম কোর্ট জানিয়েছিল যদি ও (রুজিরা) কখনও বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুসারে ও অনেকদিন আগে ইডিকে জানিয়েছিল। মমতার কথায়, তলব যদি করার হত তাহলে তখনই বলতে পারত ইডি। তাঁকে বিদেশ না যেতে বলতে পারত। কিন্তু তখন না বলে এখন বিমানবন্দরে আটকে দিয়ে তাঁকে তলব করা হচ্ছে। এটা অমানবিক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ঘুরেফিরে সেই নন্দীগ্রাম! শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের!” width=”560″>
অন্যদিকে, এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই মামলায় তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে দিল্লিতেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমনে সাড়া দিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন অভিষেক। তবে দিল্লিতে যাননি রুজিরা। পরিবর্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক-পত্নী।
