কলকাতা: বাংলার জন্য বিনিয়োগ টানতে আজ, মঙ্গলবার বিদেশ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ১১ দিনের সফরে প্রথমে দুবাই যাচ্ছেন মমতা৷ সেখান থেকে যাবেন স্পেনে৷ ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা হয়ে গিয়েছেন তিনি৷ বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ সেখানেই জানান, রাজ্যের জন্য লগ্নি টানাই বিদেশ সফরের মূল উদ্দেশ্য৷ তাঁর কথায়, ‘পাঁচ বছর আগে স্পেন বইমেলায় এসেছিল৷ তাঁদের আমন্ত্রণেই সেখানে যাচ্ছি৷ দুবাইতেও বিজনেস সম্মেলন আছে৷ এনআরআই-দের সঙ্গেও বৈঠক হবে৷ আমাদের সঙ্গে সৌরভও মাদ্রিদ যাচ্ছে৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং-এরও একজন করে প্রতিনিধিও যাচ্ছে৷’
দুবাই ও স্পেনে বিদেশি উদ্যোগপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে মমতা বলেছিলেন, ‘‘আমি ৫ বছর পর যাচ্ছি। অনেকবার আমন্ত্রণ পেলেও ৫ বছরে যাওয়ার অনুমতি পাইনি আমরা। এখনও অনেক আমন্ত্রণ আছে। কিন্তু আমি বেশি দূরে যেতে চাই না। কেননা, এমার্জেন্সি হলে আমি যাতে ফিরে আসতে পারি।”
কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবার ৯টা ৪৫-এর বিমানে স্পেনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই দুবাই পৌঁছবেন তিনি। আজ সারাদিন সেখানেই থাকবেন। বুধবার যাবেন মাদ্রিদ৷ সেখানে বিজনেস সামিট রয়েছে তাঁর৷
মাদ্রিদে তিনদিন থাকবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বিজনেস সামিটে অংশ নেওয়ার পাশাপাশি সেখানকার বাঙালিদের সঙ্গেও দেখা করবেন মমতা। এরপর ট্রেনে সফর করে বার্সেলোনা পৌঁছবেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস নিয়ে সেখানে দু’দিনের বৈঠক করার কথা রয়েছে৷ প্রশাসন সূত্রে খবর, বার্সেলোনায় লা লিগা কর্তার সঙ্গেও আলোচনা হতে পারে তাঁর। লা লিগার তরফে এক্স হ্যান্ডেলে তেমনটাই জানানো হয়েছে। বার্সেলোনায় ফুটবল নিয়ে একটি মউ সাক্ষরিত হতে পারে৷
বিদেশ থেকে কি বড় কোনও চমক নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি জবাবে বলেন, ‘‘চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া।’’