উপনির্বাচনের প্রস্তুতি? হঠাৎ শহরের কোভিড টিকাকেন্দ্র পরিদর্শনে মমতা

উপনির্বাচনের প্রস্তুতি? হঠাৎ শহরের কোভিড টিকাকেন্দ্র পরিদর্শনে মমতা

কলকাতা: রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে শাসক দল তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের জন্য ঝাঁপাচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচন হতেই পারে। এর কারণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন, এখন শহর তথা রাজ্যের অনেক জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। মূলত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি উপনির্বাচনে দাঁড়াবেন বলে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। আজ হঠাৎ সেখানেই করোনাভাইরাস টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে গেলেন তিনি।

আজ নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট করোনাভাইরাস টিকা কেন্দ্র হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে টিকাকরণ প্রক্রিয়া খতিয়ে দেখেন তিনি এবং কথা বলেন টিকাকেন্দ্রে আধিকারিকদের সঙ্গে। একই সঙ্গে যারা টিকাকেন্দ্রে লাইন দিয়েছিলেন তাদের অনেকের সঙ্গে কথা বলেন মমতা এবং তাদের সুবিধা, অসুবিধার কথা জানতে চান। শাসকদল সূত্রে জানা গিয়েছে, যে এবার থেকে এভাবেই শহরের একাধিক টিকাকেন্দ্রে আচমকাই পরিদর্শনে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই হাসপাতাল পরিদর্শনে বেরিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শপথ নেওয়ার পর ঘোষণা করেছিলেন যে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই নতুন সরকারের প্রথম কাজ হবে। সেই প্রেক্ষিতেই কাজ শুরু করতে আশঙ্কায় শহরের একাধিক হাসপাতাল পরিদর্শন করেন মমতা। এবার আজ শহরের টিকা কেন্দ্র পরিদর্শন করলেন তিনি।

আরও পড়ুন- গোমাংস দিয়ে তৈরি? ক্যাডবেরি বয়কটের ডাক নেটিজেনদের

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে যে আগামী উপনির্বাচনের প্রস্তুতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পরিদর্শন করতে শুরু করবেন। কারণ উপনির্বাচন প্রসঙ্গে ইতিমধ্যেই বিজেপি আক্রমণ করতে শুরু করেছে যে, বর্তমান রাজ্য সরকার লোকাল ট্রেন চালাতে পারে না কিন্তু উপনির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে শহরের একাধিক টিকা কেন্দ্র পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিস্থিতির বাস্তব রূপ দেখে নিতে চাইছেন। সেই প্রেক্ষিতেই হয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =