কলকাতা: শেষ কয়েক সপ্তাহ ধরে মণিপুরে কী চলছে তা আলাদা করে বলার নয়। মাঝে পরিবেশ শান্ত হলেও আবার উত্তাপ ছড়িয়ে পড়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। এদিকে সোমবার সেখানে পোঁছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক দফা বৈঠক সেরে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুমান, চলতি সপ্তাহে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে। এই আবহে মণিপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, রাজ্যে গিয়ে সেখানের শান্তি ফেরানোর চেষ্টা করতে।
প্রায় মাসখানেক হতে চলল মণিপুর অশান্ত। কিন্তু এতদিন কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ বা উদ্যোগ কেন নেওয়া হয়নি পরিস্থিতি শান্ত করার তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে সরব ছিলেন তিনি। এবার নিজেই ওই রাজ্যে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে মণিপুর যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাইবেন বলে জানান তিনি। মমতা স্পষ্ট জানিয়েছেন, তিনি মণিপুরে যেতে চান, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে যথাসম্ভব চেষ্টা করতে চান শান্তি ফিরিয়ে আনার। কেন্দ্রীয় সরকার এবং সেনার অনুমতি চাইবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিয়োগ দুর্নীতি মামলায় এবার কি অভিষেককে ‘হেফাজতে’ নেওয়ার রাস্তায় হাঁটবে সিবিআই?” width=”853″>
শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই জনজাতির সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত ৭৫ জন। অন্যদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, হামলাকারীদের ৪০ জনকে নিকেশ করতে পেরেছে সেনা। এমনিতেই আগে তিনি এইসব হামলাকারীদের ‘জঙ্গি’ তকমা দিয়েছেন। গত রবিবার এই রাজ্যে কমপক্ষে ৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে, ১২ জন আহত।