কলকাতা: এটিকে মূলত তাঁর ‘ব্যক্তিগত সফর’ বলা হচ্ছে। কিন্তু আদতে কি তাই? জানা গিয়েছে, চলতি মাসেই ওড়িশা সফরে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কোনও কর্মসূচির আভাস এখনও পর্যন্ত মেলেনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। সেই নিয়েই আপাতত কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- বনির পর সোমা, ৫৫ লক্ষ টাকা ফেরালেন কুন্তল ঘনিষ্ঠ, একদিনে ইডি-র ঘরে প্রায় ১ কোটি
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২১ মার্চ ভুবনেশ্বর পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিন জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন তিনি। এই পর্যন্ত তাঁর সফরকে ব্যক্তিগত সফর বলাই যায়। কিন্তু ২৩ তারিখ তাঁর যে কর্মসূচি আছে বলে অনুমান করা হচ্ছে, সেটিকে ‘রাজনৈতিক কাজ’ না বলে উপায় নেই। সম্ভাবনা, ওইদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে তা আদৌ হবে কিনা, হলে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার কোনও রকম আভাস এখনও পর্যন্ত মেলেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাচ্চাদের পড়াবে সিভিক ভলেন্টিয়াররা? Bankura Police court controversy over ‘civic volunteer’ decision” width=”560″>
তবে মমতা এবং নবীনের সম্ভাব্য বৈঠক নিয়ে কাটাছেড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আসলে পরের বছরই লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী শিবির হিসেবে তৃণমূল কংগ্রেস এবং বিজু জনতা দল কোনও রকম আঁতাতের পথে যাচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন। নবীনের দল প্রথম থেকেই বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্ব বজায় রাখে। এদিকে তৃণমূল চরম বিজেপি বিরোধিতা করলেও কংগ্রেসের ব্যাপারে মাঝে মাঝে উদাসীন। তাই সব মিলিয়ে আগামী দিনে এই দুই দলের অবস্থান কী হবে, তা অবশ্যই দেখার বিষয়।
