মূল্যবৃদ্ধির জন্য ‘মুনাফাখোরেদের’ নিশানা মমতার, পুলিশকে নজরদারির নির্দেশ

কলকাতা: কলকাতা সহ গোটা রাজ্যের বাজার অগ্নিমূল্য৷ আকাশ ছোঁয়া সবজির দাম৷ অথচ কৃষকেরা কিছু পাচ্ছেন না। মুনাফা লুটছে মুনাফাখোরেরা। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে…

mamata nabanna11

কলকাতা: কলকাতা সহ গোটা রাজ্যের বাজার অগ্নিমূল্য৷ আকাশ ছোঁয়া সবজির দাম৷ অথচ কৃষকেরা কিছু পাচ্ছেন না। মুনাফা লুটছে মুনাফাখোরেরা। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বাজারের উপর নজরদারি চালানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

মঙ্গলবার নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পরামর্শ, মহারাষ্ট্রের নাসিক নয়, পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছে পেঁয়াজ কিনুন৷ মুখ্যমন্ত্রী বলেন, কাঁচা সবজির দাম যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *