শিলিগুড়ি: উত্তরবঙ্গে নাগরাকাটার বামনডাঙায় বিপর্যয়পূর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু৷ তঁকে দেখতে হাসপাতালে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত সাংসদকে সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থা খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য কামনা জানান।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ওর অবস্থা আপাতত স্থিতিশীল। আমি ডাক্তারের রিপোর্ট দেখেছি। কানের পিছনে চোট লেগেছে, কথা হয়েছে। ওর ডায়াবেটিস আছে, তাই তা কন্ট্রোল করা প্রয়োজন। আশা করি খুব শীঘ্রই সে সুস্থ হয়ে উঠবে।”
মুখ্যমন্ত্রীর হঠাৎ এই হাসপাতালে আগমন রাজ্যের রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে। তাঁর এই মানবিক মনোভাব এবং আহত সাংসদের খোঁজ নেওয়া অনেককেই চমকে দিয়েছে৷
রাজনৈতিক প্রতিক্রিয়া ও উত্তাপ
এদিকে বিজেপি পক্ষ থেকে এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লোকসভার সচিবালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বন্যা ও ধসের ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আমাদের দলের বিধায়ক ও সাংসদরা যে নৃশংস আক্রমণের শিকার হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তৃণমূলের অমানবিক মনোভাব স্পষ্ট করেছে।”
মোদীর এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা টুইট করে বলেন, “অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে রাজনীতি করা হচ্ছে। প্রমাণিত তথ্য, প্রশাসনিক রিপোর্ট ছাড়া সরাসরি তৃণমূল ও রাজ্য সরকারকে দোষারোপ করা ঠিক নয়। এটা শুধু রাজনৈতিক অসদাচার নয়, সাংবিধানিক নীতিরও লঙ্ঘন। আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে তথ্যভিত্তিক ব্যাখ্যা দেওয়া হোক।”
ঘটনার পটভূমি mamata khagen murmu visit
ঘটনা ঘটে উত্তরবঙ্গের নাগরাকাটার বামনডাঙায়, যেখানে সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি নেতা শঙ্কর ঘোষ বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের দিকে পাথর ও ইট ছোড়া হয়, যার ফলে খগেন মুর্মু আহত হন।
এই হামলা কেবল এক ব্যক্তির নিরাপত্তা নিয়ে নয়, বরং নাগরিক সুরক্ষা, প্রশাসনিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রক্রিয়ার সততা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার পর রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
Bengal: CM Mamata Banerjee visited injured BJP MP Khagen Murmu in the hospital, confirming his stable condition and sparking political surprise; this came as PM Modi and Amit Shah condemned the attack, leading to a Twitter war with Mamata who refuted the “unfortunate political reaction” during a natural disaster.










