অপারেশন নয়, রাজনৈতিক হোলি খেলছেন মোদী, প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনার জবাবে বৃহস্পতিবার পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোদীকে সরাসরি লাইভ টেলিভিশন বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন…

Mamata Modi Debate Challenge

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনার জবাবে বৃহস্পতিবার পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোদীকে সরাসরি লাইভ টেলিভিশন বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। পাশাপাশি, বিজেপিকে রাজ্যে আগাম নির্বাচন ডাকারও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

“আজ প্রধানমন্ত্রী যা বলেছেন, তা শুনে আমরা স্তম্ভিত, এবং অত্যন্ত দুঃখজনক। এটা দেশের স্বার্থে বিপজ্জনক এক রাজনৈতিক খেলা।” — বলেন মুখ্যমন্ত্রী।

‘অপারেশন সিঁদুর’ নয়, ‘রাজনৈতিক হোলি’: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘অপারেশন সিঁদুর’ নামটি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “দেশের নিরাপত্তার নাম করে এই অপারেশনকে ভোটের প্রচারের হাতিয়ার করা হচ্ছে। এখন আবার বলছেন ‘অপারেশন বেঙ্গল’ করবেন! এটা কী সময় এই ধরনের কথা বলার?”

আন্তর্জাতিক স্তরে বিরোধীদের ভূমিকা তুলে ধরলেন মমতা Mamata Modi Debate Challenge

প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ যখন দেশের বিরোধী নেতারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে দেশের স্বার্থ রক্ষার লড়াই করছেন, তখন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা রঙ খেলছেন রাজনীতির হোলি। অপারেশন নয়, এটা আসলে ভোটের কৌশল।”

তিনি আরও প্রশ্ন তোলেন, যখন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গ্লোবাল নেতাদের সঙ্গে দেশের স্বার্থে বৈঠক করছেন, তখনই কেন এমন অপারেশন নামকরণ ও মন্তব্য?

আগাম ভোটের চ্যালেঞ্জ বিজেপিকে

শুধু কথার লড়াই নয়, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, “সাহস থাকলে এখনই পশ্চিমবঙ্গে আগাম নির্বাচন ডাকুক বিজেপি। মানুষই ঠিক করবে কে সত্যি দেশের ও রাজ্যের স্বার্থে কাজ করছে।”

Bengal: Mamata Banerjee challenges PM Modi to a live TV debate & calls for early Bengal elections, condemning his ‘Operation Sindoor’ remarks as political ‘Holi.’