ইতিহাস লিখে আজ শপথ মমতার

ইতিহাস লিখে আজ শপথ মমতার

কলকাতা: ইতিহাস লিখতে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি৷ দেশের ইতিহাসে প্রথম, কোন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী টানা ৩ বার শপথ নিতে চলেছেন৷ আজ ইতিহাস লেখা হলেও করোনার কারণে প্রকাশ্য মঞ্চে নয়, রাজভবনের থ্রোন রুমে আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুষ্ঠান হবে অনাড়ম্বর, সংক্ষিপ্ত৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকার৷ মুখ্যমন্ত্রীর পর রবিবার  নব নির্বাচিত বিধায়করা শপথ নেবেন৷ মন্ত্রিসভার শপথ রবিবার৷ আজ রাজ ভবনের অনুষ্ঠান শেষে নবান্নে পা রাখবেন মমতা৷ । মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকে কোভিড নিয়ন্ত্রণ এখন পাখির চোখ মমতার৷

করোনা পরিস্থিতির কারণে আজ আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট করা হয়েছে৷ মাত্র ২০-২৫ জনের উপস্থিত থাকার কথা রয়েছে রাজভবনে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =