ফ্রিতে টিকা না দিলে ফের রাস্তায় নেমে বিদ্রোহের হুঁশিয়ারি মমতার!

ফ্রিতে টিকা না দিলে ফের রাস্তায় নেমে বিদ্রোহের হুঁশিয়ারি মমতার!

কলকাতা: বিপুল ভোটে জিতে বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। রবিবারের ভোট গণনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করেছে তৃণমূল। কিন্তু ঐতিহাসিকভাবে গণনার শেষ লগ্নে জিতে গিয়েও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবনে এদিন সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, “আমাদের সরকারের প্রথম কাজ হবে করোনা অতিমারীর মোকাবিলা করে রাজ্যের মানুষকে রক্ষা করা।”

রাজ্যে বাড়ন্ত করোনা পরিস্থিতিতে নির্বাচনে জিতে সরকার গঠন করতে চলেছে তৃণমূল। দলের জয় নিয়ে উচ্ছ্বসিত হলেও করোনা পরিস্থিতিতে রাজ্যের নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান একেবারেই সাদামাটা হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী-সমর্থকদের কাছে তিনি করোনা পরিস্থিতিতে কোনোরকম বিজয় মিছিল ও সমাবেশ না করার বার্তা দিলেন। তিনি জানিয়েছেন, “এখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনোরকম বিজয় মিছিল করবে না। সব ঠিক হলে ব্রিগেডে জনসভার ডাক দিয়ে এই জয় হইহই করে পালন করা হবে।”

এদিনও রাজ্যের সকল মানুষকে প্রতিশ্রুতি মত বিনামূল্যে টিকা দেওয়ার কথা জানালেন তিনি। এই জন্য কেন্দ্রের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা সরবরাহের আবেদন করলেন মমতা। তা না হলে রাস্তায় নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, রবিবারের ভোট গণনার শেষ লগ্নে জিতে গিয়েও নন্দীগ্রামে পরাজয় স্বীকার করতে হল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে‌। এই হারকে মাথা পেতে স্বাগত জানিয়ে তিনি জানিয়েছেন, “নন্দীগ্রামের ভোট গণনায় কোনও কারচুপি হয়েছে কিনা তা নিয়ে আদালতের দ্বারস্থ হব।” -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eighteen =