২৪-এর ভোটের সলতে পাকাতে ৪ দিনের দিল্লি সফরে মমতা

২৪-এর ভোটের সলতে পাকাতে ৪ দিনের দিল্লি সফরে মমতা

 

কলকাতা: আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টানা চারদিনের সফর৷ সঙ্গী হতে পারেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা ‘ঘরের ছেলে’ মুকুল রায়ও৷

মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার তখতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লিতে পা রাখতে চলেছেন নেত্রী৷ তৃণমূল সূত্রের খবর, এদফার দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা৷ দেখা করার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, শরদ পাওয়ার সহ একঝাঁক বিজেপি বিরোধী নেতার সঙ্গেও৷ সফরসূচির মাঝে একদিন যাবেন সেন্ট্রাল হলে৷ দেখা করবেন পুরনো বন্ধুদের সঙ্গে৷ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়েও ইতিমধ্যে সময় চাওয়া হয়েছে৷

মমতার সফরসূচি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাকে সুরক্ষিত করার পর এবার দিদির লক্ষ্য যে ২৪ এর লোকসভা দখল, তা সিডিউল থেকেই স্পষ্ট৷ কারণ, একাধিক বিজেপি বিরোধী আঞ্চলিক দলের নেতাদের নাম রয়েছে দলনেত্রীর এবারের সফরসূচিতে৷ ইতিমধ্যেই ত্রিপুরা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে সংগঠনের বিস্তারের কাজে নেমে পড়েছেন তৃণমূল নেতারা৷

এবারে ২৭ এ পা দিতে চলেছে তৃণমূল৷ একদিকে নারদ কাণ্ডে একাধিক নেতা, মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়া অন্যদিকে গেরুয়া ঝড়ের জেরে এবারের নির্বাচনে কার্যত বাংলার তখতে থাকা না থাকা নিয়েই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল আস্ত তৃণমূল৷ সেখান থেকে ২১৩টি আসনে জয়৷ যার সিংহভাগ কৃতিত্বই যে নেত্রীর প্রাপ্য, তা মানছেন বিরোধী শিবিরও৷ ভোটের সময় নেত্রীর মুখে শোনা গিয়েছিল, ‘‘দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি৷ এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আগে বাংলাকে বাঁচাতে হবে৷’’

দলের শীর্ষস্তরের এক নেতার কথায়, ‘‘এবারের ভোটে তো আস্ত কেন্দ্রীয় সরকারই উঠে এসেছিল আমাদের বিরুদ্ধে৷ একদিকে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ, অন্যদিকে সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়েছিল বিজেপি৷ তারপরও বাংলার মানুষ আস্থা রেখেছেন দিদিতেই৷ বাংলা এখন সুরক্ষিত৷ তাই দেশকেও সুরক্ষিত করতে নেত্রীর চোখ এখন দিল্লি দখল৷’’ ইতিমধ্যেই অ-বিজেপি দলগুলিকে একত্রিত করার কাজে নেমে পড়েছেন প্রশান্ত কিশোর৷ এবার সময় থাকতে রাজনীতির ‘ওস্তাদ’ দিল্লিতে গিয়ে কি ‘খেল’ দেখান সেদিকেই তাকিয়ে তামাম রাজনীতির কারবারিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =