পিচ তৈরি রেখেছেন পিকে, দিল্লি দিয়ে আসল ‘খেলাটা’ খেলবেন মমতা

পিচ তৈরি রেখেছেন পিকে, দিল্লি দিয়ে আসল ‘খেলাটা’ খেলবেন মমতা

কলকাতা: বিধানসভায় হয়েছে নির্ভুল লক্ষ্যভেদ৷ এবার মিশন ২০২৪৷ সেই লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটকে পাখির চোখ করে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ জানা গিয়েছে, সেখানে কম করে ৫ দিন থাকবেন তিনি৷ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতার আসার পর এটাই তাঁর প্রথম দিল্লি সফর৷ 

আরও পড়ুন- যা হয়েছে ভোটের আগে, ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি, সাফ জবাব মমতার

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সময়কালও নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ রাজনীতির কারবারিরা বলছেন, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পরেই দিল্লি যাচ্ছেন মমতা৷ সেই সময় রাজধানীতে থাকবে রাজনৈতিক নেতাদের সমাগম৷ মোটামুটি সব বিরোধী নেতাদেরই একসঙ্গে পাবেন মমতা৷ আর সেই সুযোগেই সকলের সঙ্গে দেখা করে নিতে পারবেন দলনেত্রী৷ আজ নবান্নের বৈঠকেও দিল্লি যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘জেতার পর দিল্লি যাইনি৷ তাই যাব৷ সেখানে গিয়ে অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা হবে৷’’ 

এদিকে বিজেপি বিরোধী শক্তি গড়ে তুলতে আসরে নেমে পড়েছেন প্রশান্ত কিশোর৷ শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তিনি দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে৷ অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের অন্যতম কুশীলব৷ ফলে বিরোধী নেতারা কী ভাবছেন সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটাই স্পষ্ট৷ তার উপর ভিত্তি করেই বিরোধীদের এক সূত্রে গাঁথার চেষ্টা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- মাসে প্রায় দেড় কোটি করে টিকা চাইছেন মমতা! বাংলাকে বঞ্চনার অভিযোগ

বঙ্গ বিধানসভা ভোটে বিপুল জয়ের পর অনেকেই মোদীর প্রধান বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিচ্ছেন৷ তাঁকে সামনে রেখেই বিরোধী দলগুলি জোট বাঁধতে পারে৷ এক্ষেত্রে যে দল যে রাজ্যে শক্তিশালী, সেখানেই লড়াই করবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়েই আলোচনা হতে পারে৷ পাশাপাশি বঙ্গ ভোটে বিপুল জয়ের জন্য তাঁকে সংবর্ধনাও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − ten =